এক টুকরো ইলিশ মিলছে ঠিকই, তবে দামে হতাশ ক্রেতারা
জাতীয় মাছ ইলিশের দেশ বাংলাদেশেই টুকরো করে বিক্রি হচ্ছে রূপালি ইলিশ। ক্রেতাদের সুবিধার্থে অন্যান্য মাছ টুকরো করে বিক্রি হতে দেখা গেলেও এবাই প্রথম রাজশাহী শহরের বাজারে ইলিশ টুকরো করে বিক্রি হয়েছে। শহরের সাহেববাজারে ওজন ভেদে ইলিশের এক টুকরো বিক্রি হয়েছে ১২৫ থেকে ২০০ টাকা পর্যন্ত
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সাহেববাজার মাছপট্টিতে ‘কাটা ইলিশ বিক্রি’ উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা। এ সময় নেতারা জানান, বাংলাদেশে এই উদ্যোগ, এই প্রথম। যা রাজশাহী থেকে শুরু হচ্ছে। কেজি হিসেবে মাছের দাম ধরা হবে। কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তাই নেওয়া হবে। চাইলে কেউ এক টুকরোও নিতে পারবেন।
এদিকে, দুই আড়াই হাজার টাকা দামের চড়া ইলিশ প্রয়োজন মাফিক কিনতে পেরে খুশি ক্রেতারা। এ সময় বাজারে কেটে রাখা পাঁচ থেকে ছয়টি মাছ শেষ হয় মুহূর্তেই।
রাজশাহীর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী গণমাধ্যমকে বলেন, 'ইলিশ মাছ খেতে পারছি না। ইলিশ মাছের প্রচুর দাম। একটা ইলিশ মাছ কিনতে দুই থেকে তিন হাজার টাকা লাগছে। আপনারা যদি ইলিশ মাছটা কেটে বিক্রি করার ব্যবস্থা করেন তাহলে আমরা ইলিশ মাছ খেতে পারবো। ভালো সাড়া পাচ্ছি , নিম্ন আয়ের মানুষেরা অনেক খুশি। আর এই বিষয়টা যাতে ধারাবাহিকভাবে থাকে সেই বিষয়টা আমরা মনিটরিং করবো।'